ঈদুল আজহার প্রধান জামাত ঈদের দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
সোমবার ঈদগাহ ময়দান পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের জামাত অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে।
প্যান্ডেলের ভিতরে একসঙ্গে মোট ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে যোগ দিতে পারবেন এবং আরও কয়েকজন এর বাইরে জামাতে যোগ দেবেন।
মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ২৯ জুন উদযাপন করবে মুসলমানরা।
আরও পড়ুন: ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে