সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে সাধারণ বিশ্লেষণে এটি বলেছে, আগামী দশক সাংবাদিকতার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
ডব্লিউপিএফআই প্রতিবছর ১৮০ দেশ ও অঞ্চলের সাংবাদিকদের পরিস্থিতির একটি মূল্যায়ন করে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ে ২০২০ সালে পরপর চতুর্থবারের মতো শীর্ষে রয়েছে। এরপর ফিনল্যান্ড দ্বিতীয়, ডেনমার্ক তৃতীয়, সুইডেন চতুর্থ এবং নেদারল্যান্ডস পঞ্চম স্থানে রয়েছে।
সূচকে ভারতের অবস্থান ১৪২তম।
বাংলাদেশের অধ্যায়ে বলা হয়, ‘বাংলাদেশি সাংবাদিকরা ক্ষমতাসীন দলের গৃহীত কঠোর নিয়মের কারণে চাপের মধ্যে রয়েছেন।’
এটি আরও জানায়, দেশের প্রথম সারির প্রথম আলো ও ডেইলি স্টার দৈনিক দুটির সাংবাদিকদের সরকারি সংবাদ সম্মেলনে যোগ দেয়ার অনুমতি নেই।
আরও উল্লেখ করা হয়, ‘২০২০ সালের গোড়ার দিকে ঢাকা সিটি নির্বাচনের সময়ে আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের সমর্থকরা দশজন সাংবাদিককে আক্রমণ ও মারধর করেন।’