রাজধানীর মহাখালীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে নতুন করে দুজন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে।
‘আমরা এ পর্যন্ত ২৩১ জন রোগীর নমুনা পরীক্ষা করেছি। গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত আমরা পাঁচজনের শরীরে করোনভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছি,’ জানান তিনি।
নতুন আক্রান্ত দুজন রোগী ইউরোপ থেকে এসেছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ৫৯ জন
ডা. ফ্লোরা আরও বলেন, ‘তাদের এক ব্যক্তির (পুরুষ) বয়স ২৯ বছর, তিনি জার্মানি থেকে দেশে এসেছেন। অন্যজনের (পুরুষ) বয়স আনুমানিক ৪০ বছর, তিনি ইতালি থেকে এসেছেন। তারা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যায় ভুগছেন। তবে তাদের দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।’
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইউরোপকে বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ বলেছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ জনে। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৫ হাজার ৯৩৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।