চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে আইসিইউ বেড, ইসিজি মেশিন, আইসিইউ ভেন্টিলেটর, সাকশন মেশিন, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, পালস অক্সিমিটার, নেবুলাইজার, কেএন ৯৫ মাস্কসহ হাসপাতালের চিকিৎসা সুবিধাকে আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম।
বুধবার সংস্থাটি জানায়, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কোরিয়ার থ্রি-টি (টেস্ট-ট্রেস-ট্রিট) কৌশলটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, যা অত্যন্ত কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর দোহ ইয়ং-আহ বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এ মহামারিটি রোধে বাংলাদেশে অন্যের জীবন বাঁচাতে যারা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছে, সেসকল ফ্রন্টলাইনারদের কাজের পরিবেশ উন্নয়নে আমরা সহায়তা অব্যহত রাখবো।’