শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলন বিষয় খতিয়ে দেখতে গঠিত ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি এখনো দেখিনি। দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে রবিবার ইউজিসির তদন্ত কমিটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে। এছাড়া ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়।
তদন্ত কমিটি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহর কাছে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেন বলে ইউজিসি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেন। পরে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
গত ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীরকে প্রধান করে ভিসির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ২৫-২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এদিকে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রবিবার রাতে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।
এ সময় আন্দোলনরত থাকা শিক্ষার্থীরা উপাচার্যকে উদ্দেশ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ফোন করে জানান জরুরি অফিসিয়াল কাজে তিনি ঢাকা যাবেন। এজন্য পুলিশ দিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার অনুরোধ করেন। তাই পুলিশ পাহারা দিয়ে তাকে বাংলো থেকে বের করে আনা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমাদের কাছে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন। তাই চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশন চেয়েছেন। আমরা তাকে পুলিশ প্রটেকশনে বাংলো থেকে বের করে দিয়েছি। তবে তিনি কোথায় গেছেন তা আমাদের জানা নেই।
ভিসির পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ-ক্যাম্পাসে কোনো বাক স্বাধীনতা নেই এবং ভিসির অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।