বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় ছয় লাখ মানুষ বড় ও ছোট পাইপের মাধ্যমে নিরাপদ ও পরিষ্কার পানি পাবে।
এ প্রকল্পের মাধ্যমে ৩৬ লাখেও বেশি গ্রামীণ মানুষ উন্নত স্যানিটেশন সেবাও পাবে।
প্রকল্পটির মাধ্যমে বাড়িঘর ও জনসমাগমস্থলে পানি, পয়ঃনিষ্কাকাশন এবং পরিচ্ছন্নতা সুবিধা প্রদান করা হবে এবং মানুষকে যথাযথ পদ্ধতিতে হাত ধোতে উদ্বুদ্ধ করার মাধ্যমে কোভিড-১৯ মহামারিসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সহায়তা করবে।
এছাড়া, এর মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে দ্রুত ও সময়োচিত পদ্ধতিতে হাত ধোয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন বলেন, ‘সবার জন্য নিরাপদ পানি সরবরাহ এবং উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস পরিবর্তনে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। তবে, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং মানবসম্পদ উন্নয়নের মধ্যে যোগসূত্র স্থাপনের বিষয়টি এখনও এক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।’