চট্টগ্রামের আনোয়ারা থেকে এক কোটি ৪৬ লাখ টাকা মূল্যের ৪৮ হাজার পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৭। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সৈয়দ (৬১)। তিনি পশ্চিম রায়পুরার মৃত বদিউর রহমানের ছেলে।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৭ জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী আনোয়ারা থানার দোভাষী বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৫৫ মিনিটে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ সৈয়দকে আটক করে। পরবর্তীতে আটক সৈয়দকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং সৈয়দকে গ্রেপ্তার করে।
এতে আরও বলা হয়, গ্রেপ্তার সৈয়দ দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করতেন। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৬ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তি এবং উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন: রাজধানীতে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৫