বঙ্গবন্ধুর ছয় খুনিসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬০ জনের মৃত্যুদণ্ড কার্যকরকারী ‘জল্লাদ শাহজাহান’ নামে পরিচিত শাহজাহান ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সোমবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভারের হেমায়েতপুরের বাসায় বুকে ব্যথা অনুভব করলে রাত সাড়ে ৩টার দিকে শাহজাহানকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল থেকে জল্লাদ শাহজাহানের লাশ গ্রহণ করেন তার বোন ফিরোজা।
নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালীতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তিন দশকেরও বেশি সময় কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
কারা কর্তৃপক্ষ জানায়, আলী ভূঁইয়ার ছেলে শাহজাহান ১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির মামলায় শাহজাহানকে ১২ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় ৪৩ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর করতে জল্লাদ নিয়োগ
অপর একটি ডাকাতি ও হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব মামলায় তাকে মোট ৪২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯৯৫ সালের ২১ নভেম্বর তাকে মানিকগঞ্জ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
জেল সূত্রে জানা যায়, ২০০১ সালে শারমিন রিমা হত্যা মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় খুনি, চার যুদ্ধাপরাধী, দুই জেএমবি সদস্য, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, মনির ও খুকুসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান।
জল্লাদ হিসেবে ভূমিকা পালন ও শৃঙ্খলা প্রদর্শনের জন্য কারা কর্তৃপক্ষ তার কারাদণ্ডের মেয়াদ ১০ বছর ৫ মাস ২৮ দিন মাফ করে দেয়।
সেই বিবরণে বলা হয়, শাহজাহান ৩১ বছর ৬ মাস ২ দিন কারাদণ্ড ভোগ করেন।
আরও পড়ুন: মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধুর ৬ খুনিসহ ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো ‘জল্লাদ’ শাহজাহান