আওয়ামী লীগ সরকারের পতনের পর শুকরিয়া আদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জার্মানি শাখা।
শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের অস্টপার্কে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার উপস্থাপনায় বক্তারা ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন।
তারা বলেন, খুন, গুম, জেল জুলুম ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে একটি ভয়ার্ত জনপদে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। ভিন্নমত দমনে নিষ্ঠুর পদক্ষেপ নেয় তারা। শান্তি প্রিয় সহঅস্থানের বাংলাদেশকে আওয়মীকরণ করেছিল। সর্বত্র উন্নয়নের স্লোগানের অন্তরালে লুটপাট,দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে চরম দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গুর করে দিয়েছে। একটি স্বাধীন দেশে জাতিকে করেছে বিভক্ত, কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার। রাজপথ রক্তাক্ত করে, অজস্র প্রাণহানী ঘটিয়ে গণআন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনা পালিয়ে যান ভারতে।
বক্তাগণ আরও বলেন, হাসিনা পালিয়ে গিয়েছে এটা জাতির জন্য স্বস্তিদায়ক নয়। কারণ হাসিনা ভারতে বসে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে ভারতের ইন্ধন ও সহযোগিতায়।
সভায় বক্তব্য রাখেন, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, মো. কাওসার শামীম, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব,আসিফ ইকবাল ভুঁইয়া, হায়াতুন্নবী রুমেল, ফয়সাল হোসেন, হাবিবুল্লা আল বাহার, সিজার হকসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে গণআন্দোলনে যেসব ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। আহতদের দ্রুত সুস্হতা কামনা এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত অরোগ্য কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ফ্রাঙ্কফুর্ট মসজিদের পেশ ইমাম খালেদ হোসেন।