জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিনিময় ও কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার(২২ নভেম্বর) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবোলোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
এসময় তারা নিজ নিজ দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশটি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
তিনি বলেন, 'আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। উভয় দেশ অভিজ্ঞতা বা সম্পদ বিনিময়ের মাধ্যমে আরও বেশি উপকৃত হতে পারে।’
আরও পড়ুন: কেরাণীগঞ্জ হবে খেলাধুলার তীর্থস্থান: নসরুল হামিদ
তিনি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া গ্যাস খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে। ‘বাংলাদেশে ব্যাপক উন্নয়নের ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।’
নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
প্রাথমিকভাবে ইন্দোনেশিয়া ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে এবং ধীরে ধীরে তা ৫০০ মেগাওয়াটে উন্নীত করা যেতে পারে।
এ সময় ট্রান্সমিশন, সাব-স্টেশন, অফ-শোর উইন্ড এবং পাওয়ার স্টোরেজ সিস্টেমে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পের্টামিনা জোহান কে নভেরিয়ানের হেড অব প্রজেক্ট ডেভেলপমেন্ট জুহান কে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ গঠনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ: নসরুল হামিদ