টঙ্গীতে ট্রাকচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আতিকুর রহমান (৪০) গাইবান্ধার বাসিন্দা এবং টঙ্গীর ইস্টার্ন টেক্স কারখানায় চাকরি করতেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন আতিকুর। কারখানার সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের খবর ছড়িয়ে পড়লে কারখানার শত শত শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
আতিকুরের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব টঙ্গীর উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।
নগরীর সাইনবোর্ড এলাকা থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে ট্রাফিক পুলিশ।
এদিকে আতিকুরের মৃত্যুতে আন্দোলনরত সহকর্মীদের শেষ পর্যন্ত বিক্ষোভ বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় ট্রাকচালক নিহত