কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, সরকার বেসরকারি খাতের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তার উদ্যোগ নিয়েছে।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সহিংসতার পরিপ্রেক্ষিতে সরকার ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে অনলাইনে সংযোগ বিচ্ছিন্ন করে এবং বিভিন্ন পরিষেবা ব্যাহত করে।
১৮ জুলাই থেকে ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা ১০ দিন ধরে বন্ধ ছিল।
তিনি বলেন, ‘ব্যবহারকারীরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন। তবে অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে তারা এখনও তা পাননি।’
সব অপারেটরকে অবশ্যই এ আদেশ মেনে চলতে হবে এবং কোনো অপারেটরের বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।