পর্যায়ক্রমে সব বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পানি পরিশোধন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এর জন্য আপনাদের একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। একটা মডেল তৈরি করে আমরা যদি স্থানগুলো নির্বাচন করতে ও নির্মাণকাজ শুরু করতে পারি… আমরা তা বাস্তবায়নে সফল হব।’
বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে তিনি বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সহায়তায় পাগলা স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পুনর্গঠন ও সম্প্রসারণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এই স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ২০০ মিলিয়ন টন নর্দমা শোধন করার ক্ষমতা রয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকার ইতোমধ্যে ‘আমার গ্রাম, আমার শহর’ ঘোষণা করেছে। যেখানে কোনো গ্রাম পিছিয়ে থাকবে না, প্রতিটি গ্রাম পাবে শহরের মতো সুবিধা।
আরও পড়ুন: দাশেরকান্দিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পয়ঃশোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের ৯৮ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে পানীয় জল সরবরাহ শুরু করেছি। এই উদ্যোগকে টেকসই করতে আমাদের একটি সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে।’
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পানি ও বিদ্যুত ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘অপ্রয়োজনে পানি ও বিদ্যুৎ ব্যবহার করবেন না, অনুগ্রহ করে এগুলো ব্যবহারে মিতব্যয়ী হন। আপনারাও এতে উপকৃত হবেন, কারণ এতে বিল কম আসবে।’
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা একটি সেবামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান।
তিনি বলেন, ‘নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আমি ঢাকা ওয়াসাকে আরও সক্রিয় হতে বলছি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: যুদ্ধের জন্য নয়, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর উন্নয়ন: প্রধানমন্ত্রী