নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শনিবার সোয়া ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয় এবং আহত হয় ১২ জন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলো-নাটোর সদরের কাউছার আলী (১৬) এবং তার ১২ বছর বয়সী বোন সাদিয়া নিহত হয়। নিহত অন্যদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বনপাড়ার একটি ক্লিনিকে মারা যায় আরও এক নারী।
খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা ও বগুড়া হাইওয়ে পুলিশের এসপি মুনসী শাহাবুদ্দিন ঘটনাস্থলে যান।
বগুড়া হাইওয়ে পুলিশের এসপি মুন্সী শাহাব উদ্দিন জানান, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ন্যাশনাল ট্রাভেল পরিবহন’ ও বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয়জন নিহত এবং ১২ জন আহত হয়।
তিনি জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধার করেছে। এছাড়া আহতদের স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।