পরিশোধিত পেট্রোলিয়াম, এলএনজি আমদানি, সৌরবিদ্যুৎ ক্রয়সহ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বেশ কিছু প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার (২৭ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ২০২৪ সালের প্রথমার্ধে জিটুজি ভিত্তিতে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সরবরাহকারীদের কাছ থেকে ১৮ লাখ ৫০ হাজার টন পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিপিসির পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই প্রস্তাব উত্থাপন করে।
পুরো বাল্ক পেট্রোলিয়াম আমদানি করতে বিপিসিকে ব্যয় করতে হবে ১৫ হাজার ৮২ কোটি ৮৬ লাখ টাকা।
কমিটির অনুমোদিত আরেকটি প্রস্তাবে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন (বিশেষ বিধান) ২০২১ এর আওতায় ৫৪২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি এলপি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে।
বিদ্যুৎ বিভাগ উত্থাপিত চারটি প্রস্তাবও সিসিজিপির অনুমোদন পেয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এনার্জিন রিনিউয়েবলস বিডি লিমিটেড ও পিডব্লিউআর এনার্জি ট্রেডিং এলএলসির যৌথ উদ্যোগে স্থাপিত ২৪০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে। ২০ বছর মেয়াদে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১০ দশমিক ৯৯৫ টাকা হারে প্রায় ৮ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে বিপিডিবির।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় স্থাপিত ৩০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি।
দক্ষিণ কোরিয়া ডিএইচ ইউরো হাইটেক কোং লিমিটেড ও বাংলাদেশি কোম্পানি নিউটেক সোলার এনার্জি বিডি লিমিটেড ২০ বছর মেয়াদে কিলোওয়াট প্রতি ১১ দশমিক ০৩ টাকা হিসাবে প্রায় ১ লাখ ৭২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে।
কক্সবাজার সদর উপজেলায় জুলস পাওয়ার লিমিটেডের ৫০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি।
প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১০ টাকা ৯৪ পয়সা হারে বিদ্যুৎ পেতে ২০ বছরে প্রায় ১ হাজার ৭৭১ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে বিপিডিবি।
বাগেরহাটের মোংলা উপজেলায় এশিয়ান এনটেক পাওয়ার কর্পোরেশন লিমিটেড ও এক্সিয়া পাওয়ার হোল্ডিংস বিভির কনসোর্টিয়াম কর্তৃক ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যার কাছ থেকে বিপিডিবি প্রায় ৩ হাজার ৫৬৪ কোটি টাকা ব্যয়ে ২০ বছরের মেয়াদে বিদ্যুৎ কিনবে।
প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ কেন্দ্রের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা ৯৯ পয়সা।