শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তৈরি পোশাক শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছে সরকার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় টঙ্গীতে পোশাক কারখানা প্রাঙ্গণে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমার স্বপ্ন ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তৈরি পোশাক শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করার; যাতে অবসরের পর তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে সব অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারব।’
এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এই দেশের মেহনতি মানুষের। দেশের মেহনতি শ্রমিকদের কর্মের ফলেই এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে।’
উপদেষ্টা আরও বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা স্বল্প মূল্যে টিসিবির পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচি পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।