২০০০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জঙ্গীকে শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার শেখ মো. এনামুল হক গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। তিনি কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার সঙ্গে জড়িত ছিলেন।
এক প্রেস ব্রিফিংয়ে র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, একটি অভিযানের সময় শেখ মো. এনামুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আদালতের রায় ঘোষণার পর থেকেই এনামুল হক পলাতক ছিল। জিজ্ঞাসাবাদে এনামুল শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের সামনে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করে পুলিশ এবং সেখানে ২২ জুলাই এক সমাবেশে শেখ হাসিনার বক্তব্য দেয়ার কথা ছিল।
এছাড়া ২০০০ সালের ২৩ জুলাই কোটালীপাড়া হেলিপ্যাডের কাছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ স্কোয়াড ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করে।
এ ঘটনায় তিনটি পৃথক মামলা করা হয়েছে।
২০২১ সালের ২৩ মার্চ ঢাকার একটি ট্রাইব্যুনাল ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যারচেষ্টার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে শেখ মো. এনামুল হকও একজন।