ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এরই সমর্থনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও আয়োজিত হলো সংহতি র্যালি।
সোমবার বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এই র্যালিতে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলেন শিক্ষার্থীরা।
বেলা ১১টায় বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিত র্যালিতে একসঙ্গে বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ছাত্রলীগের এই উদ্যোগে হাজারো শিক্ষার্থীকে স্বতস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে।
আরও পড়ুন: ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে সংহতি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
‘ফিলিস্তিনকে মুক্ত কর, গণহত্যা বন্ধ কর’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।