ফেনী সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কসকা ও জেরকাছাড় এলাকায় পৃথক কাভার্ড ভ্যানের চাপায় তারা নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন (৪৫) ও শাহ আলম (৩৫) ।
নিহত মনির হোসেন (৪৫) কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা এবং শাহ আলমের (৩৫) বাড়ি ওই উপজেলার খলিলাবাদ গ্রামে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশসহ নিহত ৩
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচালক মনির গাড়ি থেকে নেমে যান। তখন তাঁর সহকারী কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামের দিকে চলে যান। মনির অন্য গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় চট্টগ্রামমুখী অন্য আরেকটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মনিরের শ্বশুর কবির হোসেন বলেন, তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে গাড়িটি সহকারীকে দিয়ে তিনি তার (শ্বশুর) বাড়িতে যাওয়ার জন্য কসকায় নেমেছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে চট্টগ্রামে গিয়ে কাভার্ড ভ্যান বুঝে নেয়ার কথা ছিল।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।