বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ার ম্যাগাজিনের কর্মীরা।
রবিবার (২৫ আগস্ট) কর্মীদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান।
বন্যার্তদের সহায়তায় কসমস গ্রুপের মানবকল্যাণমূলক শাখা কসমস ফাউন্ডেশনও অবদান রাখবে।
এছাড়াও কসমস অ্যাটেলিয়ার ৭১-এর শিল্পকর্ম বিক্রির অর্থও বন্যাদুর্গতদের জন্য দেওয়া হবে। দেশের ২০ জন বিশিষ্ট শিল্পী চিত্রাঙ্কনের আয়োজনে অংশ নেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত বন্যাকবলিত ১১টি জেলার ৭৪টি উপজেলায় অন্তত ১২ লাখ পরিবার আটকা পড়েছে।
এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।
জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।