করোনার টিকা ক্রয় ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশকে ২৮৩ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।
‘বাংলাদেশ কোভিড-১৯ জনস্বাস্থ্য কর্মসূচি’ শীর্ষক একটি প্রকল্পের অধীনে বাংলাদেশ ও ইআইবির মধ্যে এ বিষয়ে একটি অর্থ চুক্তি (এফসি) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং ইআইবির পক্ষে ব্যাংকটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান এডভারদাস বুমস্টেইনাস ও আইন উপদেষ্টা ইমানোল লেকু গুরতুবে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ অর্থ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকা ক্রয় ও সরবরাহ, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জোরদার করা এবং স্বাস্থ্য খাতে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ করা।
ফাতিমা ইয়াসমিন বলেন, পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় ২০ বছর। আমাদের দেশে তাদের উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে এটিই প্রথম সর্বোচ্চ অবদান তাদের।