'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে সহায়তা বাড়াতে ওপেক তহবিলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বেসরকারি খাত পরিচালনার জন্য ওপেক তহবিলের ২৫তম বার্ষিকী সভায় যোগ দিতে বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সফর করছে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
অনুষ্ঠানের ফাঁকে ওপেক তহবিলের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখলিফার সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী।
এ সময় তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে অর্থমন্ত্রী ৩২টি প্রকল্পে ৬৯৩.৬১ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ওপেক ফান্ডকে ধন্যবাদ জানান।
কোভিডের দুঃসময়ে বাংলাদেশকে বাজেট সহায়তা দিয়ে সহায়তা করার জন্য তিনি ধন্যবাদ জানান।
এছাড়াও বাংলাদেশের বেসরকারি খাতকে সহায়তায় ওপেক তহবিলের উদ্যোগের কথাও স্বীকার করেন মাহমুদ আলী। 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে আরও সহায়তা দেওয়ার জন্য এই তহবিলের প্রতি আহ্বান জানান তিনি।
জবাবে ওপেক তহবিলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নে তিনি চমৎকৃত।
বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে তিনি আশ্বাস দেন, ওপেক তহবিল নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা বাড়াবে।
এ সময় অর্থমন্ত্রী দেওয়া একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ধারণা গ্রহণ করেন ড. আবদুলহামিদ। এ সময় তিনি জানান, বৃহত্তর সহযোগিতার জন্য ওপেক ৩-৫ বছরের জন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই করবে।
অর্থমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ।