বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়ে অবহিত করেন।
আরও পড়ুন: ঈদুল আজহার পর নতুন সময়সূচিতে চলবে অফিস
সভায় ধর্ম সচিব মো. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. বশিরুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ কাওছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঈদের আগেই শ্রমিকদের বেতন দিতে মানবাধিকার কমিশনের আহ্বান