মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিরাপত্তা বাহিনীর ৩৩০ সদস্য ও অন্যদের হস্তান্তর প্রক্রিয়া আজ শুরু হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে কক্সবাজার জেলার ইনানীর নৌ জেটিঘাট থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ অন্যান্যদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মিয়ানমারের বিজিপি-সেনাবাহিনীর সদ্যস্যদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী