বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
রবিবার(২৯ জানুয়ারি) সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার ও বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন শেষে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।
আরও পড়ুন: বেনাপোলে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর
বিজিবির শীর্ষ কর্মকর্তা কক্সবাজার ব্যাটালিয়নের উখিয়ার পালংখালী সীমান্ত ফাঁড়ি (৩৪ বিজিবি) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন হোইক্যং বিওপি (২টি বিজিবি) ও তৎসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারজুড়ে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব পৌঁছে গেছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও। অস্থিতিশীল পরিস্থিতি এবং সংঘাতের পরিস্থিতির ক্রমাগত রিপোর্ট রয়েছে। এর প্রেক্ষিতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার ও বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।
আরও পড়ুন: ‘বিজিবি সদস্য হত্যার’ ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি বিএনপির