সংবর্ধনা অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বাংলাদেশের এই অংশগ্রহণকে দুদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব ও বন্ধুত্বের নিদর্শন বলে বর্ণনা করেন।
২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং দুদেশের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপনকে ‘গর্বের বিষয়’ বলে হাইকমিশনার উল্লেখ করেন।
কন্টিনজেন্ট দলটির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।
আরও পড়ুন: ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী
ঢাকায় ভারতের উপহারের ভ্যাকসিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতির অংশ: রাষ্ট্রদূত
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং দল নেতা বক্তব্য দেন।
এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের সমন্বিত এই কন্টিনজেন্ট ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দেশটিতে পৌঁছেন।
এই দলটিতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন।
ভারতের ইতিহাসে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: টিকা উপহার শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দৃঢ় সম্পর্কের নিদর্শন: পররাষ্ট্রমন্ত্রী
দেশে এলো ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন
হাইকমিশনার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হওয়ার কারণে ২০২১ সালটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
৫০ বছর আগে যে বাহিনী একত্র হয়ে লড়াই করেছিল, তারা এখন এক সাথে রাজপথে প্যারেডে অংশ নেবে।
স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের জন্য লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদের বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে নিয়ে যাবে।
২৬ জানুয়ারি প্যারেড অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।