শীর্ষস্থানীয় পরিবেশ সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডটিম ঢাকার মালিবাগের কসমস সেন্টারের পদ্মা সম্মেলন কক্ষে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি 'ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট কনজারভেশন প্রোগ্রাম' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করবে।
কর্মশালার লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের পরিকল্পনা, ডিজাইন এবং সফল বন্যপ্রাণী গবেষণা প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করা।
ওয়াইল্ডটিম ওয়ার্কশপটি বাংলাদেশ বন বিভাগ, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হবে। গবেষক ছাত্র, গবেষক এবং পেশাদারসহ বন্যপ্রাণী গবেষণায় আগ্রহী অংশগ্রহণকারীরা বন্যপ্রাণী, জীববিজ্ঞান এবং সংরক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞ গবেষক এবং অনুশীলনকারীদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন: বাঘের চামড়াসহ ২ চোরা শিকারী আটক
এই প্রথম ভারত এবং বাংলাদেশের গবেষকরা বন্যপ্রাণী সংরক্ষণের উন্নতির জন্য কী করা উচিত সে সম্পর্কে তাদের চিন্তাভাবনা, জ্ঞান এবং অনুশীলনের উদ্যোগগুলো বিনিময় করবেন এবং তুলে করবেন।
বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল-এর ইমরান আহমেদ আমন্ত্রিত অতিথি হিসেবে কর্মশালায় যোগ দেবেন। ওয়ার্কশপে সভাপতিত্ব করবেন ওয়াইল্ডটিমের প্রতিষ্ঠাতা এবং কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
কর্মশালাটি গবেষণা ডিজাইনের নীতি, ফিল্ড ডেটা সংগ্রহের কৌশল, ডেটা বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখাসহ বিভিন্ন বিষয় তুলে ধরবে। এছাড়াও, অংশগ্রহণকারীরা জিপিএস ট্র্যাকিং, রিমোট সেন্সিং এবং ক্যামেরা ফাঁদসহ বন্যপ্রাণী গবেষণায় ব্যবহৃত সর্বশেষ সরঞ্জাম এবং প্রযুক্তি সম্পর্কে শিখবে। প্রথম দিনে (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পাঁটটা পর্যন্ত এবং দ্বিতীয় দিন (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল পৌনে ছয়টা পর্যন্ত দুই দিনের কর্মশালায় নির্ধারিত মোট ৫০ জন অংশগ্রহণকারী যোগ দেবেন।
আরও পড়ুন: সুন্দরবনে অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার
ওয়াইল্ডটিমের সিইও এবং মুখপাত্র প্র ফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমরা এই কর্মশালার আয়োজন করতে পেরে এবং অংশগ্রহণকারীদের সফল বন্যপ্রাণী গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করতে পেরে আনন্দিত।’
‘আমরা বিশ্বাস করি যে এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অভিজ্ঞ গবেষক এবং অনুশীলনকারীদের কাছ থেকে শেখার এবং ক্ষেত্রের অন্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি চমৎকার সুযোগ হবে।’
আয়োজিত কর্মশালার সমস্ত উপকরণ, নাস্তা এবং উভয় দিনে দুপুরের খাবার অন্তর্ভুক্ত। এই বিশেষ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সার্টিফিকেটও পাবেন।
ওয়াইল্ডটিম:
ওয়াইল্ডটিম বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি শীর্ষস্থানীয় পরিবেশ সংস্থা। সংস্থার লক্ষ্য হলো টেকসই বন্যপ্রাণী সংরক্ষণ এবং ব্যবস্থাপনা অনুশীলনে উৎসাহের জন্য সংশ্লিষ্ট সম্প্রদায়, সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করা।