ইউএনবির যশোর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী- জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রায় ১ হাজার ২৮৪ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। রবিবার যশোরের বিভিন্ন উপজেলায় সরেজমিন পরিদর্শন করে এ তথ্য জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।
যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকান্ত কুমার তরফদার বলেন, ‘আমরা রবিবার সকাল থেকেই যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, শার্শা, চৌগাছা ও সদরের বিভিন্ন অঞ্চলের মাঠ পরিদর্শন করেছি। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় ৬৭৫ হেক্টর জমির ধান, ৫ হেক্টর জমির কলা খেত, ৬০০ হেক্টর জমির মসুরিসহ ৪ হেক্টর জমির পেঁপে গাছের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কৃষকদের এসব ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করে খুব শিগগিরই কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টির পানিতে লক্ষ্মীপুরে ৩০ হাজার হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমির আমন ধান ও তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। রামগতির বয়ারচর ও চর গজারিয়ায় ৪০টি কাঁচা ঘরসহ জেলার বিভিন্ন স্থানে দু’শতাধিক কাঁচাঘর ও বহু গাছ-পালা ভেঙে পড়েছে। এবার লক্ষ্মীপুরে আমনের আবাদ হয়েছে ৭৯ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ দিকে গত কয়েকদিন ধরে আমন ধান কাটা শুরু হয়েছে। ১০ ভাগ জমির ধান কাটা হলেও ৯০ ভাগ জমির ধান এখনও মাঠে রয়েছে।