ব্যাংকিং খাতে সাইবার হামলার ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় একটি সেমিনারের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান কসমস গ্রুপ। এ ধরনের হুমকি মোকাবিলায় যথাযথ নির্দেশিকা ও কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
সোমবার (২৭ মে) বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেসের সহযোগিতায় রাজধানীর ওয়েস্টিনে এ সেমিনারের আয়োজন করে কসমস গ্রুপ।
সেমিনারে দেশের ব্যাংকিং খাত ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের পেশাদাররা উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, কসমস ফাউন্ডেশনের সভাপতি ড. ইফতেখার আহমেদ চৌধুরী, কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউল্লাহ খান, কসমস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নাহার খান, কসমস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) একেএম ফজলুর রহমান।
সেমিনারে ‘সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ অ্যান্ড কনসিডারেশন ফর দ্য ব্যাংকিং সেক্টর’ শিরোনামের প্রেজেন্টেশন উপস্থান করেন থ্যালেসের এশিয়া অঞ্চলের সাইবার সিকিউরিটি প্র্যাকটিস লিড জেমস ম্যাকলেরি।
এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে ‘সলভিং কমপ্লায়েন্স – অ্যা ইউনিফাইড প্ল্যাটফর্ম অ্যাপ্রোচ’ শিরোনামের সেশনটি পরিচালনা করেন থ্যালেসের এপিএসি চ্যানেলের লিড সল্যুশন আর্কিটেক্ট প্রসূন শ্রীবাস্তব।
সেমিনারটির বিষয়ে কসমস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নাহার খান বলেন, ‘ব্যাংকিং খাতে মূল উপাদান হিসেবে ডিজিটাল অবকাঠামো ও সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা সবাই অবগত। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করে ব্যাংকিং ও আর্থিক খাত। তবে আর্থিক এ পরিষেবাগুলোর দ্রুত ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে এই খাতটি সাইবার হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে। অত্যাধুনিক হ্যাকিং প্রচেষ্টা থেকে শুরু করে অভ্যন্তরীণ জালিয়াতির মাধ্যমে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বদা বহুমুখী ঝুঁকির মুখে রয়েছে।
‘আজকের এই সেমিনারটি শুধু সেইসব চ্যালেঞ্জগুলোকেই সামনে আনবে না, সেগুলো উত্তরণের উপায় সম্পর্কেও আলোচনা করবে।’