ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস নগদ উত্তোলনের জন্য ব্যাংক কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ব্যাংকগুলোতে এই চিত্র দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, নিয়মিত কর্মদিবসের তুলনায় বৃহস্পতিবার লেনদেন ৩০ শতাংশ বেড়েছে।
আগামী সোমবার(১৭ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হাসানুর রহমান বলেন, মূলত টাকা উত্তোলনের জন্য ব্যাংকগুলোতে গ্রাহকের ঢল নেমেছে।
নগদ টাকা তোলার চাপে সেবা দিতে কর্মকর্তারা হিমশিম খাওয়ায় বিভিন্ন ব্যাংকের শাখায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।
রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, মগবাজার, ফার্মগেট, গুলশাসহ বিভিন্ন এলাকায় ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় প্রত্যক্ষ করেছেন ইউএনবির প্রতিবেদক।
সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোর ক্যাশ ও ডিপোজিট কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নতুন টাকা গ্রহণের পাশাপাশি বিভিন্ন চালান, জমা ও অন্যান্য সার্ভিস বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে।
এদিকে বাড়তি গ্রাহকের চাপে বাড়তি চাহিদা সামাল দিতে হয়েছে ব্যাংকগুলোর ক্যাশ কাউন্টার কর্মকর্তাদের।
আরও পড়ুন: জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর: জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫ শতাংশ
ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক কাজী জাহাঙ্গীর আলম বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সব সময়ই ভিড় লেগেই থাকে।
মানুষ গ্রামে গিয়ে ঈদ উদযাপন করবে, কোরবানির পশু কিনবে, তাই টাকা তুলে নিচ্ছে। আবার কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য নগদ অর্থ উত্তোলন করছে গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ইউএনবিকে বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সাধারণত ১ কোটি ৩০ লাখ থেকে দেড় কোটি টাকা লেনদেন হয়।
‘এ বছরও ঈদুল আজহার আগেও একই পরিমাণ অর্থ লেনদেন হবে, এ ধরনের নগদ উত্তোলনের চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংককে নগদ তারল্য সহায়তা দিচ্ছে।’
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প এলাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি বিল কেনার জন্য ব্যাংকগুলো খোলা থাকবে।
এছাড়া রাজধানীর পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
আরও পড়ুন: দেশের সর্বোচ্চ বাজেট উপস্থাপন করতে পেরে গর্বিত অর্থমন্ত্রী