মাসিক ভাতা ও নবম গ্রেডের বেতন স্কেলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রবিবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হয়ে দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
দাবি পূরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানান।
বিএসএমএমইউর মেডিসিন বিভাগের ট্রেইনি চিকিৎসক মাহমুদুল বাশার বলেন, ‘বর্তমানে আমরা ২৫ হাজার টাকা ভাতা পাই। আমরা বাঁচব কী করে? সবকিছু বিবেচনা করে আমাদের অন্তত ৫০ হাজার ভাতা দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘২০২২ সাল থেকে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এবং সহযোগী সংগঠন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। আমরা জানতে পেরেছি বিষয়টি এখনও অর্থ মন্ত্রণালয়ে বিচারাধীন। একাধিকবার আল্টিমেটাম দিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এর আগে, শনিবারের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় আজ থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন এসব চিকিৎসক। তারা হাসপাতালের চাকরিরত চিকিৎসকদের মতোই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।