নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে একটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
মঙ্গলবার হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভোর বেলায় সিনিয়র সাংবাদিক ও প্রবীণ মুক্তিযোদ্ধা আবেদ খান, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।
একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ চ্যান্সারি প্রাঙ্গণে কুচকাওয়াজে গাওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভূমিকারও প্রশংসা করেন তিনি।
হাইকমিশনার বলেন, ‘এখন আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ও গর্বিত ইতিহাস, আমাদের নায়ক, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’