ভাসানচরে সাময়িকভাবে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ এবং সেখানে তাদের সুযোগ-সুবিধা দেখতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি দ্বীপটি পরিদর্শন করেছেন।
সোমবার ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত লি চীনা কোম্পানির নেয়া দ্বীপের দুটি প্রকল্পও পর্যবেক্ষণ করেছেন।
চীনা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ওয়াং ঝিহং, আশ্রয়ণ-০৩ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার সফরকালে রাষ্ট্রদূত লির সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার সঙ্গে জড়িত অসংখ্য চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারকে পর্যায়ক্রমে ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা নিতে বাধ্য করেছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে তাদের আশ্রয় দেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ।