স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।’
রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে এ কথা বলেন তিনি।
হাসান আরিফ বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক হাজারের বেশি মামলা রয়েছে হাইকোর্টে। সপ্তাহখানেক আগেও একটা মামলা হয়েছে। কী কারণে এত মামলা সেগুলো দেখতে হবে। যে ভুলগুলো হচ্ছে যাতে মানুষ হয়রানি হয়ে কোর্টে আসতে হয়, সেটা যতটা কমানো যায় সে চেষ্টা চলছে।’
উপদেষ্টা হিসেবে যেসব চ্যালেঞ্জ দেখছেন- জানতে চাইলে হাসান আরিফ বলেন, ‘কোন কাজটা অগ্রাধিকার পাবে সেটা এখনই বলা যাবে না। আগে বুঝি তারপর অগ্রাধিকার দেব। পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জের।’
সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে। এটা তো রুটিন ক্যাটাগরির সরকার না। যে পাঁচ বছর মেয়াদ শেষ হলো আবার স্বাভাবিকভাবে নতুন সরকার এলো। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হলো। সেটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।’