অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।
তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার আওতাধীন মন্ত্রণালয় এবং বিভাগসমূহের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা
বৈঠকে সচিবরা প্রধান উপদেষ্টাকে মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
জরুরি সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
একই সঙ্গে বন্দর ও রেলপথ দ্রুত চালুর নির্দেশ দেন তিনি।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ড. ইউনূস।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল