রাজধানীর কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যাকাণ্ডে ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি করেন তার ভাই রাজীব আহমেদ।
আদালত অভিযোগ গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ ও যুব সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। গত ১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্যের পর উত্তেজনা বাড়ে। পরদিন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের বিরুদ্ধে 'ব্যবস্থা নেবে' বলে মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ওবায়দুল কাদের।
বাদী দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক প্রমুখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়াসহ আন্দোলন সহিংসভাবে দমনের ষড়যন্ত্র করেন।
১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্তরা সরাসরি সহিংসতায় জড়িত ছিল বা সহায়তা করেছিল। যার ফলে রাজনের মৃত্যু হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা আহত হয়েছিল।