২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করার জন্য সরকার এবং একটি রাশিয়ান কোম্পানির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাশিয়ার রাজধানী মস্কোয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং পডিনটর্গের মহাপরিচালক আন্দ্রে সের্গেইভিচ চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আবদুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম।
আরও পড়ুন: ৯০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভার ক্রয় কমিটি
৮০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানিসহ ৭ প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন