বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ১ - ৫ মে ইউরোপীয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সেখানে তিনি ইউরোপীয়ান ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের-স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-নির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও তিনি ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী পর্যায়ের – পররাষ্ট্র বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাকএ্যলিস্টার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয়ান বিনিয়োগ ব্যংকের সহ-সভাপতি ক্রিস পিটারস সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও, তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন।
পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সফরসঙ্গী হবেন।
প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগদান করবেন।