শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গণিত হলো বিজ্ঞানের সব কিছু বুঝার মাধ্যম। এ জন্য শিক্ষার্থীদের গণিতের প্রতি উৎসাহী করে তুলতে হবে।
তিনি বলেন, নতুন শিক্ষানীতি শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে সক্রিয় শিখন পদ্ধতিতে লেখাপড়া শিখবে। এ জন্য পাঠ্যপুস্তক আকর্ষণীয় করে তোলা হয়েছে। শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মনোনিবেশের পাশাপাশি সংবদনশীল, সৌন্দর্যবোধ ও মানবিকতা সম্পন্ন মানুষ হবে।
শনিবার বেলা এগারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়ন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৮ম জেইউএসসি গণিত অলিম্পিয়াড-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমের ফলে মহামারি করোনাকালে শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যে ছিল। এ জন্য সেশনজটের আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহস ও দৃঢ় ইচ্ছার প্রয়োজন হয়। বর্তমান সরকারের সেই সাহস ও দৃঢ় ইচ্ছা আছে বলেই পদ্মা সেতুসহ বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
শিক্ষামন্ত্রী তার ভাষণে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নূরুল আলমর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধামরাই আসনর সংসদ সদস্য বেনজীর আহমদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ১ জুলাই ২০২২ তারিখ এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টির জায়গা: শিক্ষামন্ত্রী
করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত: শিক্ষামন্ত্রী