দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।
এই পদযাত্রাকালে কার্জন হলের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মনামী।
এর আগে ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার অভিযোগ উঠলেও বিক্ষোভ চালিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা।
এদিকে আদালত প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে আটকে রাখতে গেলে পুলিশকে বাধা দেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।
এর আগে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারীরা 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান, আদালত প্রাঙ্গণ এবং দেশজুড়ে প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করে।