দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও জাহাজ শিল্পসহ মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১৫ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘মেরিটাইম সেক্টরের উন্নয়নে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে একটি আন্তর্জাতিকমানসম্পন্ন ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নৌপথে যাত্রী ও মালামাল বহনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।’
দেশের বন্দরগুলো কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, কোন কোন বন্দর কোন কোন কাজ করবে- বিগত ৫৩ বছরে সে বিষয়ে জাতীয় কোনো কৌশলপত্র প্রণয়ন করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘বন্দরগুলোর কার্যক্রম সমন্বিতভাবে গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল পোর্টস স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক এ কার্যক্রমে মন্ত্রণালয়কে সহযোগিতা করছে। এছাড়াও চট্টগ্রাম সমুদ্রবন্দরের পাশাপাশি মোংলা সমুদ্রবন্দরকে গ্রীন পোর্টে রূপান্তরিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশ সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়: পররাষ্ট্র উপদেষ্টা
ড. সাখাওয়াত বলেন, ‘সরকার সকল প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে বিভিন্ন কমিটি গঠন করে নিয়মিত প্রকল্প পরিদর্শনের উদ্যোগ নিয়েছে। কোনো অনিয়ম বা গাফিলতি নজরে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে (দেশে) বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ফয়ে সাম্প্রতিক সময়ে মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এক্ষেত্রে একপ্রকার প্রতিযোগিতা তৈরি হয়েছে।’
উপদেষ্টা জানান, নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর বা সংস্থার বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম ও অগ্রগতির তথ্য জনগণের জন্য উন্মুক্ত রয়েছে। বর্তমান সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। তাই জনগণের জানার অধিকার আছে- সরকার তাদের জন্য কী উন্নয়ন করছে। সব কার্যক্রম ও এ সংক্রান্ত তথ্য জনগণের জন্য অবারিত ও উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
এ সময় দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না: সারজিস আলম