ইসরায়েলের ইলা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে যৌথ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।
সোমবার (৮ জুলাই) ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনীর (শিয়া মিলিশিয়া) সঙ্গে যৌথভাবে এ হামলা চালানো হয় বলে হুথির পক্ষ থেকে বলা হয়েছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ‘এ হামলার মাধ্যমে নিখুঁতভাবে (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।’
তিনি বলেন, ‘(ইসরায়েলি) আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাকি মিলিশিয়ার সঙ্গে অভিযান চালিয়ে যাব।’
ইরাকের জঙ্গি গোষ্ঠীটিও সোমবার রাতে এক বিবৃতিতে যৌথ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ইসরায়েলি পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য লোহিত সাগর অতিক্রমকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্কধারী জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে। সম্প্রতি ইসরায়েলের ইলত শহরকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে গোষ্ঠীটি।
এর প্রতিক্রিয়া হিসেবে জলসীমায় অবস্থানরত মার্কিন-ব্রিটিশ নৌ-জোট জানুয়ারি থেকে হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন: লোহিত সাগরে হুথিদের ৪টি নৌকা ও ২টি ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের