কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে যাত্রীবাহী বাস ও একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে নাকুরু-এলদোরেট মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পশ্চিমাঞ্চলের কিসুমু থেকে উপকূলীয় শহর মোম্বাসাগামী একটি কোস্ট বাস খাড়া রাস্তা নিয়ে যাওয়ার সময় ব্রেক কষলে খাড়া রাস্তা ও সামনের অন্যান্য যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। বাসটিতে অন্তত ৫১ জন ছিলেন বলে জানিয়েছে যাত্রীরা।
আরও পড়ুন: কেনিয়ায় চলমান বন্যায় অন্তত ৭০ জন মারা গেছেন, আরও বৃষ্টির পূর্বাভাস
কেনিয়া রেড ক্রস সোসাইটি এক এক্স বার্তায় জানিয়েছে, নাকুরু কাউন্টির মোলোর মিগায় একটি পিএসভি বাস ও একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের পর আহত ৩৬ জনকে মোলো ও কপটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অন্যান্য কারণে কেনিয়ায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।