গাজায় চলমান সংকটের অবসানে কয়েক দফায় আলোচনার পরও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় কাতারে আসন্ন যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে উপত্যকার সশস্ত্র শাসকগোষ্ঠী হামাস।
বুধবার (১৪ আগস্ট) হামাসের এক কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে হামাসের পলিট ব্যুরোর সদস্য সুহাইল হিন্দি সংবাদ সম্মেলনে বলেন, ‘বৃহস্পতিবার কাতারের রাজধানীতে পুনরায় শুরু হতে যাওয়া যুদ্ধবিরতি আলোচনায় হামাস অংশ নেবে না।’
হিন্দি স্পষ্ট করে বলেছেন, ‘হামাস ২ জুলাই করা চুক্তি মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে একটি স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছিল, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেই কেবল (যুদ্ধবিরতি) চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ায় হামাস এগোতে প্রস্তুত।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দেওয়ার পরপরই হামাস এই ঘোষণা দিল।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই
যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে কাতারে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিশরের এক বিবৃতিতে বলা হয়েছে, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।
এর আগে, মিশর, কাতারি ও আমেরিকান মধ্যস্থতাকারীদের গাজায় বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপনের অনুরোধ জানিয়েছিল হামাস।