গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বাইত লাহিয়া শহরের একটি ভবনে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী লেবানন ও গাজায় অস্ত্রাগার, (রকেট) উৎক্ষেপণ স্থান, সামরিক অবকাঠামো এবং আরও অনেক কিছুসহ প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছেন তারা।