চীনের দক্ষিণাঞ্চলের চারটি অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এ অবস্থায় বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের জরুরি অবস্থা জারি করেছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় (এমডব্লিউআর)।
শুক্রবার মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গুয়াংশি, ফুজিয়ান, ইউনান ও গুইঝৌতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে শিজিয়াং ও মিনজিয়াংয়ের মতো প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে।
এমডব্লিউআর আরও জানিয়েছে, স্থানীয় কিছু ছোট নদীতে মারাত্মক বন্যা হতে পারে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পার্বত্য অঞ্চলগুলো তীব্র স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
ইতোমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুজিয়ান ও গুয়াংশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি দল পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তারা বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, জল সংরক্ষণ প্রকল্পগুলো ব্যবহার করছে এবং বন্যার ঝুঁকি যাতে দ্রুত কমানো যায় সেজন্য টহলদল নিয়োজিত আছে।
চীনে চার স্তরের বন্যা নিয়ন্ত্রণ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা রয়েছে, যার মধ্যে প্রথম স্তরটি সবচেয়ে গুরুতর প্রতিক্রিয়া।
উল্লেখ্য, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত চীনে বন্যা ও খরা দুটো হওয়ারই আশঙ্কা রয়েছে। এই সময়ে দেশের প্রধান নদীগুলোতে বিভিন্ন মাত্রার বন্যা হতে পারে বলে এমডব্লিউআরের পূর্বাভাসে বলা হয়েছে।