নেপালের মধ্যাঞ্চলে ৪৩ যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) বাসটি ভারতের নেপাল-সীমান্তবর্তী শহর গোরাখপুর থেকে নেপালের পর্যটন শহর পোখারা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দেশটির আনবুখাইরেনি এলাকার পৃথ্বী মহাসড়ক থেকে নিচের মার্সিয়াংদি নদীর তীরে গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নেপালের সশস্ত্র পুলিশের মুখপাত্র শৈলেন্দ্র থাপা বলেছেন, বাস থেকে উদ্ধার করা যাত্রীদের মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে ১৬ জন আহত হলেও প্রাণে বেঁচে গেছে।
আরও পড়ুন: ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮
নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বাসটির সবাই ভারতীয় নাগরিক ছিলেন। মহাসড়ক থেকে প্রায় ১৫০ মিটার (৫০০ ফুট) নিচে পড়ে যায় বাসটি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকেও ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
এর আগে, জুলাই মাসে এই দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভূমি ধসে দুটি বাস নদীতে ভেসে যায়। ওই দুর্ঘটনায় বাসদুটির ৬৫ যাত্রীর মধ্যে মাত্র তিনজন বেঁচে ছিলেন। নিহতদের অর্ধেকের লাশ উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এখনও তল্লাশি অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।
সড়কের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং সরু পাহাড়ী রাস্তা হওয়ায় নেপালে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে ২ বাস নদীতে ভেসে গিয়ে ৬০ যাত্রী নিখোঁজ