পরীক্ষাকেন্দ্রে দুর্নীতি প্রতিরোধে নতুন আইন কার্যকর করেছে ভারত সরকার। শুক্রবার গভীর রাতে এই আইন কার্যকর করা হয়।
নতুন আইনে কলেজে ভর্তি কিংবা সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের জন্য ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি ভারতীয় রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।
এর আগে চলতি বছর দেশটির আইনসভায় ‘পাবলিক এক্সামিনেশন্স (প্রিভেনশন অব ফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪’ নামের এই আইন পাস হয়।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ের পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের জাতীয় পরীক্ষা সংস্থাকে সম্প্রতি কাঠগড়ায় তুলেছে দেশটির জনগণ। এমন দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভও করেছে ভারতের ছাত্র ও সুশীল সমাজ।