পশ্চিম তীরে শরণার্থী শিবির লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
বৃহস্পতিবার পশ্চিম তীরের উত্তরাঞ্চল তুলকারমে এ হামলা চালানো হয় বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তুলকারম শিবিরের আল-হামাম এলাকার একটি ক্যাফেতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
এ বিষয়ে তুলকারমে ফিলিস্তিনি উপদলগুলোর সমন্বয়ক ফয়সাল সালামা বলেন, বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আইডিএফ ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী তুলকারমে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৭৮৮