পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় পাঁচটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বেলুচিস্তান প্রদেশের চাঘি শহর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি একটি স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, নৃশংস হত্যাকাণ্ডের পর লাশগুলো এভাবে খুঁটিতে বেঁধে রাখা হয়।
চাঘির জেলা সদর হাসপাতালে লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সেগুলো শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে ৭ সন্ত্রাসী নিহত
সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতরা সাবেক আফগান সেনা সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, যাদের ওই এলাকার কুখ্যাত একটি জঙ্গি গোষ্ঠী অপহরণ করে।
দীর্ঘদিন ধরে ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের চরম হয়ে ওঠা সম্পর্কই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পৃথক একটি ঘটনায় বেলুচিস্তানের কোয়েটার শাবান এলাকায় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এছাড়া আরও তিনজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে কর্মকর্তারা এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি।
এসব মৃতদেহ উদ্ধারের পর ওই এলাকায়, বিশেষ করে আফগান সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বেলুচিস্তানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে মাঝেমধ্যেই হামলা চালায়। তারা ওই অঞ্চলের সম্পদের বৃহত্তর অংশের নিয়ন্ত্রণ দাবি করে।